লোহাগাড়ায় স্বাস্থ্যবিধি না মানায় ১৩ জনকে জরিমানা

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৮ এপ্রিল, ২০২১ at ১:৫০ অপরাহ্ণ

লোহাগাড়ায় স্বাস্থ্যবিধি না মানায় ১৩ জনকে ২ হাজার ১৫০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার সকালে উপজেলার পদুয়া তেওয়ারীহাটের বিভিন্ন মার্কেট ও কাঁচাবাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেল নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আহসান হাবিব জিতু এবং উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোরশেদ আলম চৌধুরী। সাথে ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুব আলম শাওন ভূঁইয়া, থানার এসআই পার্থ সারথি হাওলাদার, উপজেলা ভূমি অফিসের সমির বরণ চৌধুরী ও নয়ন দাশ। নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসান হাবিব জিতু জানান, স্বাস্থ্যবিধি না মানায় সংক্রমণ ও রোগ নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ২৪ ধারায় ১৩ জনকে জরিমানা করা হয়েছে। এছাড়া করোনা ভাইরাসের মহামারি থেকে রক্ষা পেতে সরকার ঘোষিত লকডাউন মেনে চলার আহবান জানান।

পূর্ববর্তী নিবন্ধমেঘনা পেট্রোলিয়াম শ্রমিক ইউনিয়নের মাস্ক বিতরণ
পরবর্তী নিবন্ধমহেশখালীতে হেফাজতের তাণ্ডবস্থল পরিদর্শনে জেলা প্রশাসক