লোহাগাড়ায় এক স্কুলছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার এ ঘটনায় স্কুলছাত্রের মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। মামলায় সৈয়দ আলমগীর (৪৭) নামে একজনকে আসামি করা হয়েছে। তিনি উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মধ্য আমিরাবাদ সৈয়দ পাড়ার মৃত সৈয়দ নুরুল কবিরের পুত্র।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী স্কুলছাত্র (১৫) গত ৩০ নভেম্বর সকাল সাড়ে ৬টার দিকে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে নিজ বাড়ি থেকে মাস্টার হাট এলাকায় যান। সকাল ৮টার দিকে প্রাইভেট শেষে বাড়ি ফেরার পথে সৈয়দ পাড়া এলাকায় পৌঁছলে আসামি আলমগীর ওই স্কুলছাত্রকে গুরুত্বপূর্ণ কথা আছে বলে তার দোকানের ভেতর ঢুকিয়ে দরজা বন্ধ করে তালা লাগিয়ে দেয়। একপর্যায়ে আসামি আলমগীর স্কুলছাত্রকে যৌন নিপীড়নের চেষ্টা করেন। এ সময় ভুক্তভোগী স্কুলছাত্রের শোরচিৎকার করলে আসামি দোকানের দরজা খুলে দ্রুত বাড়িতে চলে যায়।
লোহাগাড়া থানার এসআই জাহিদুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী স্কুলছাত্রের মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। ঘটনার সাথে জড়িত আসামিকে গ্রেপ্তার করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।










