লোহাগাড়ায় সাড়ে ৫ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২

লোহাগাড়া প্রতিনিধি | শনিবার , ২৫ জুন, ২০২২ at ১০:২৩ পূর্বাহ্ণ

লোহাগাড়ার চুনতিতে সাড়ে ৫ হাজার ইয়াবাসহ ২ পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ইয়াবা পাচারকাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

গ্রেপ্তাররা হলো উপজেলার পদুয়া ইউনিয়নের বদলা পাড়ার মৃত দানু মিয়ার পুত্র মফিজুর রহমান (২৮) ও কক্সবাজারের টেকনাফ থানার নতুন পল্লান পাড়ার আবদুল গফুরের পুত্র নেজাম উদ্দিন (২২)।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতিকুর রহমান জানান, মোটরসাইকেল যোগে পাচারকালে মফিজুর রহমানের কাছে পাওয়া যায় ৫ হাজার পিস ইয়াবা। এছাড়া যাত্রীবাহী গাড়িতে তল্লাশী করে নেজাম উদ্দিনের কাছ থেকে উদ্ধার করা হয় ৫শ পিস ইয়াবা। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়। শুক্রবার (গতকাল) তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসিলেটে বন্যায় পানিবন্দি মানুষের সাহায্যে এগিয়ে আসুন
পরবর্তী নিবন্ধমহানগর স্বেচ্ছাসেবক লীগের দোয়া মাহফিল