লোহাগাড়ায় অভিযান চালিয়ে ৭ হাজার পিস ইয়াবাসহ তিন পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শুক্রবার রাতে চুনতি ও বড়হাতিয়া ইউনিয়নে পৃথক অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় ইয়াবা পাচারকাজে ব্যবহৃত ২টি মোটরসাইকেল জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতরা হল উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সুখছড়ি এলাকার নুরুল কবিরের পুত্র তানভীরুল হাসান (২২), কলাউজান ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রবিচাঁদ পাড়ার নাজিম উদ্দিনের পুত্র মো. সাখাওয়াত হোসেন (১৯) ও বড়হাতিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের হাজি পাড়ার আবদুস শুক্কুরের পুত্র আবদুর রহিম (৩৬)। পুলিশ জানায়, চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকায় একটি মোটরসাইকেলে তল্লাশি করা হয়। এ সময় মোটরসাইকেলের সিটের নিচে ফিল্টার বক্সের ভেতর বিশেষ কায়দায় রাখা সাড়ে পাঁচ হাজার ইয়াবা পাওয়া যায়। গ্রেপ্তার করা হয় তানভীরুল হাসান ও সাখাওয়াত হোসেনকে। অপরদিকে বড়হাতিয়া ইউনিয়নের হাজি পাড়া গ্রামের রাস্তার উপর অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় আবদুর রহিমকে। তার ব্যবহৃত মোটরসাইকেলে তল্লাশি করে সিটের নিচ থেকে ৫শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান জানান, গ্রেপ্তারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করা হয়। শনিবার তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।