লোহাগাড়ায় সাংবাদিককে হত্যা চেষ্টা মামলার মূলহোতাসহ ২ জন কারাগারে

লোহাগাড়া প্রতিনিধি

| সোমবার , ১২ জুন, ২০২৩ at ৫:৪৬ পূর্বাহ্ণ

লোহাগাড়া প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক জাহেদুল ইসলামকে হত্যা চেষ্টা মামলায় ঘটনার মূলহোতা মেহরাব হোসন হৃদয় হাসান প্রকাশ হাসান বৈদ্যসহ ২জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। অপরজন হল তার সহযোগী মো. বাবুল।

গতকাল রোববার চট্টগ্রামের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারদিন মোস্তাকিম তাসিনের আদালতে আত্মসমর্পণ করলে শুনানি শেষে তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সেলিম উল্লাহ চৌধুরী। জানা যায়, গত ১ জুন সংবাদ সংগ্রহ করতে গেলে উপজেলার চরম্বা ইউনিয়নের পূর্ব রাজঘাটা ফকিরখিল এলাকায় হামলার শিকার হন সাংবাদিক জাহেদুল ইসলাম।

এ ঘটনায় তিনি নিজেই বাদী হয়ে লোহাগাড়ায় থানায় মামলা করেন। মামলার পর পুলিশ সাজু আক্তার নামে এক আসামিকে গ্রেপ্তার করে।

পূর্ববর্তী নিবন্ধবড় আকারের বাজেট বাস্তবায়নে সরকারের সাফল্য উল্লেখযোগ্য
পরবর্তী নিবন্ধনির্বাচন কীভাবে হবে সেজন্য বিদেশি প্রেসক্রিপশনের প্রয়োজন নেই