লোহাগাড়ায় শিশুর মৃত্যু তদন্তে কমিটি

আজাদী প্রতিবেদন | সোমবার , ২৮ ডিসেম্বর, ২০২০ at ৯:৫৭ পূর্বাহ্ণ

চট্টগ্রামের লোহাগাড়ায় ৭ বছরের এক শিশুর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন হয়েছে। ৬ সদস্যের কমিটি গঠনের তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি। টিকা খাওয়ানোর পর শিশুটির অসুস্থ বোধ করা এবং পরে হাসপাতালে মৃত্যুর খবরের ভিত্তিতে এ তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছেন সিভিল সার্জন। এর আগে রোববার সকালে লোহাগাড়ার পশ্চিম কলাউজান সিকদার পাড়ার একটি বাড়িতে হাম-রুবেলা টিকা খাওয়ানোর পর ওই শিশুটি অসুস্থ বোধ করে এবং হাসপাতালে নিয়ে যাওয়া হলে শিশুটির মৃত্যু হয় বলে দাবি করে শিশুটির পরিবার। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি। রাতে শিশুটির জানাযায় অংশ নেন তিনি। সিভিল সার্জন জানান, ওই এলাকায় একই সময়ে আরো ৯৯টি শিশুকে টিকা দেয়া হয়। কিন্তু এই একটি শিশুর ক্ষেত্রে কেন এরকম হলো, বিষয়টি তদন্ত কমিটি খতিয়ে দেখবে। ৬ সদস্যের ওই কমিটির প্রধান সিভিল সার্জন। আর চট্টগ্রামে জেনারেল হাসপাতালে প্রেষণে থাকা শিশু রোগের এক চিকিৎসককে কমিটির সদস্য সচিব করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপেশাদার দুই মাদক ব্যবসায়ী আটক
পরবর্তী নিবন্ধহাফেজ জান আলী শাহ আদর্শ হেফজখানায় পাগড়ি প্রদান অনুষ্ঠান