লোহাগাড়ার চুনতিতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়ে গেছে বসতঘর।
আজ শনিবার (২৯ জানুয়ারি) সকাল ১০টার দিকে ইউনিয়নের ৮নং ওয়ার্ডের নারিশ্চা এলাকায় এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত বসতঘরের মালিকের নাম নেছার মাহমুদ।
স্থানীয় ইউপি সদস্য আবদুল মান্নান সিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তের মধ্যে আগুন মাটি ও টিনের দেওয়ালযুক্ত বসতঘরে ছড়িয়ে পড়ে।
আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে বসতঘরে থাকা সকল আসবাবপত্র ও মজুদ রাখা ধান পুড়ে যায়। আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।