লোহাগাড়ায় মেয়াদোত্তীর্ণ ড্রপ ব্যবহার করে ব্যবসায়ী অসুস্থ

পরে ফার্মেসিতে অভিযান চালিয়ে অর্ধলাখ টাকা জরিমানা

লোহাগাড়া প্রতিনিধি | শুক্রবার , ১৮ আগস্ট, ২০২৩ at ৮:০৬ পূর্বাহ্ণ

লোহাগাড়ার কলাউজানে মেয়াদোত্তীর্ণ ড্রপ ব্যবহার করে মোহাম্মদ মনজুর আলম (২৭) নামে এক ব্যবসায়ী অসুস্থ হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ইউনিয়নের কানুরাম বাজারে মনজুর এন্টারপ্রাইজে এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার ছিদ্দিক আহমদের ছেলে ও কানুরাম বাজার উন্নয়ন কমিটির সদস্য।

মনজুর আলম জানান, সকালে তিনি কানে দেয়ার জন্য কানুরাম বাজারের স্বপন ফার্মেসি থেকে একটি ড্রপ কিনেন। এরপর তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে এসে ড্রপটি কানে দেন। সাথে সাথে তার কানে প্রচন্ড ব্যথা ও মাথাঘুরে পড়ে যান। পরে ড্রপটির প্যাকেটে দেখা যায় ২০২২ সালের জুলাই মাসে মেয়াদ শেষ হয়ে গেছে। বর্তমানে তিনি শারীরিকভাবে আগের চেয়ে ভালো আছেন বলে জানান।

পরে বিষয়টি জানান পর একইদিন বিকেল ৫টায় কানুরাম বাজারের ওই ফার্মেসিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ উল্যাহ ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন। তিনি জানান, ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় মেসার্স স্বপন ফার্মেসির মালিক রূপন কান্তি নাথকে অর্ধলাখ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে লোহাগাড়া থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

পূর্ববর্তী নিবন্ধলাখের নিচে নামল স্বর্ণের দাম
পরবর্তী নিবন্ধধসে পড়েছে ডাবুয়া খালে নতুন ব্রিজের প্রতিরক্ষা ব্লক