লোহাগাড়ায় মেয়াদোত্তীর্ণ কোল্ড ড্রিংকস বিক্রি করায় জরিমানা

লোহাগাড়া প্রতিনিধি | শুক্রবার , ৩ ফেব্রুয়ারি, ২০২৩ at ৯:৪৩ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় মেয়াদোত্তীর্ণ কোল্ড ড্রিংকস ও নিষিদ্ধ পণ্য বিক্রি করায় অভিযান পরিচালনা করে ২ মামলায় ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার উপজেলার আমিরাবাদ স্কুল রোড ও মাস্টারহাট এলাকায় পৃথক অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ উল্যাহ।

অভিযানে স্কুল রোডে ইলিয়াছ স্টোরের মালিক ইসমাইল হোসেনকে ১৫ হাজার টাকা ও মাস্টারহাটের চিতা মার্কেটে ইলিয়াস স্টোরের মালিক মো. ইলিয়াসকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ উল্যাহ জানান, মেয়াদোত্তীর্ণ কোল্ড ড্রিংকসসহ বিভিন্ন মুদিমাল ও নিষিদ্ধ কিছু পণ্যসামগ্রী বিক্রির অপরাধে দুই দোকানীকে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে ও জনসচেতনতায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান। অভিযানে থানা পুলিশের সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

পূর্ববর্তী নিবন্ধবৃদ্ধাশ্রম নির্মম ঠিকানা, মা-বাবাকে পাঠাবেন না : চসিক মেয়র
পরবর্তী নিবন্ধআদালতে শিশুর কান্নায় তালাকপ্রাপ্ত দম্পতির ফের বিয়ে