লোহাগাড়ার পুটিবিলায় মিনিট্রাক-মোটরসাইকেল-সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে শিশুসহ ২ জন ঘটনাস্থলে নিহত হয়েছেন।
আজ বুধবার (১৫ জুন) বেলা ১২টায় ইউনিয়নের দরবেশহাট ডিসি সড়কের নালারকুল নুরুল হক চেয়ারম্যানের ঘাটায় এ ঘটনা ঘটে।
দুর্ঘটনায় আরো ৪ জন আহত হয়েছেন বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।
দুর্ঘটনায় নিহতরা হলেন উপজেলার পুটিবিলা ইউনিয়নের গৌড়স্থান ভেল্লা বর পাড়ার আবুল হাশেমের পুত্র মোটরসাইকেল আরোহী মোহাম্মদ তাওহীদ (১৯) ও আধুনগর ইউনিয়নের দক্ষিণ হরিণা মাঝির পাড়ার রিদওয়ানুল হকের কন্যা সিএনজি অটোরিকশা আরোহী মরিয়ম জান্নাত ফারিহা (৮)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনাস্থলে বটতলী স্টেশনমুখী মিনিট্রাক একইমুখী একটি সিএনজি অটোরিকশাকে পেছনে ধাক্কা দেয়। এরপর এম চর হাট বাজারমুখী মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে অটোরিকশা আরোহী মরিয়ম জান্নাত ফারিহা ও মোটরসাইকেল আরোহী মোহাম্মদ তাওহীদ ঘটনাস্থলে নিহত হয়।
আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনার পর পর মিনিট্রাকটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
লোহাগাড়া থানার এসআই মামুনুর রশিদ জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল, সিএনজি অটোরিকশা ও নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।