লোহাগাড়ায় মাস্ক না পরায় ২২ জনকে জরিমানা

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৪ নভেম্বর, ২০২০ at ১০:৫৮ পূর্বাহ্ণ

মাস্ক না পরে বের হওয়ায় লোহাগাড়া উপজেলায় ২২ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার সকালে উপজেলা সদরের বটতলী মোটর স্টেশনে এ অভিযান পরিচালনা করেন ইউএনও মো. আহসান হাবিব জিতু। তিনি জানান, অভিযানে সংক্রমণ রোধ ও প্রতিরোধ নির্মূল আইন ২০১৮ এর ২৫(খ) ধারায় ২২ জনকে মোট ২ হাজার ২শ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নীলুফা ইয়াসমিন চৌধুরী ও নিরাপদ খাদ্য পরিদর্শক মুহাম্মদ শের আলী উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধরামগড় পৌর মেয়রের বিরুদ্ধে হত্যা চেষ্টার মামলা
পরবর্তী নিবন্ধফরহাদাবাদ কেন্দ্রীয় মসজিদের ভিত্তি স্থাপন করলেন ব্যারিস্টার আনিস