লোহাগাড়ায় মারামারির মামলায় ৫ আসামিকে কারাগারে প্রেরণ করেছেন আদালত। গতকাল বুধবার চট্টগ্রাম জজ কোর্টের বাদী পক্ষের আইনজীবী জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
আসামিরা হলেন উপজেলার পুটিবিলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের গৌড়স্থান চৌধুরী পাড়ার ফরিদ উদ্দিনের পুত্র ফারুক উদ্দিন (৩৬), মৃত ফোরক আহমদের পুত্র নুরুল হুদা (৪৫), মৃত আকবর আহমদের পুত্র মো. শাহ আলম (৫২), শাহ আলমের পুত্র মহিউদ্দিন (৩৫) ও একই ওয়ার্ডের ভেল্লা বর পাড়ার মৃত আবু বক্করের পুত্র জাহেদ হোসেন বাবুল (৪৫)।
জানা যায়, গত ৫ এপ্রিল উপজেলার পুটিবিলা ইউনিয়নের গৌড়স্থান লাকড়ি পাড়া এলাকায় দুই পক্ষের মধ্যে মারামারি ঘটনা ঘটে। গত ১৩ এপ্রিল এ ঘটনায় উপজেলার পুটিবিলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের গৌড়স্থান সোনাইর বর পাড়ার মৃত খুলু মিয়ার পুত্র মোস্তাক আহমদ (৪৫) বাদী হয়ে চট্টগ্রাম জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৫ আসামি করে মামলা দায়ের করেন। পরে আদালত মামলাটি এফআইআর হিসেবে নথিভুক্ত করার জন্য লোহাগাড়া থানাকে নির্দেশ দেন।
আইনজীবী জসিম উদ্দিন জানান, আসামিরা হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের জামিন নেন। পরে হাইকোর্ট তাদেরকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। গত ২৮ জুলাই আসামিরা চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. নুরুল ইসলামের আদালতে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদেরকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। বর্তমানেও আসামিরা কারাগারে রয়েছে।