লোহাগাড়ায় অবৈধভাবে মাটি কাটার দায়ে এক্সকেভেটর ও ডাম্প ট্রাক জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৭ মে) দুপুর সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দক্ষিণ সুখছড়ি হাবিলাশপুর ব্রিজ সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহান অভিযানে নেতৃত্ব দেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আইন অমান্য করে মাটি কাটার অভিযোগে অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত মাটিখেকোরা পালিয়ে যায়। এ সময় মাটি কাটার কাজে ব্যবহৃত ১টি এক্সকেভেটর ও ১টি ডাম্পট্রাক জব্দ করা হয়েছে।
এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।