লোহাগাড়ায় মহাসড়কে উল্টে গেল যাত্রীবাহী বাস

আজাদী প্রতিদেন | রবিবার , ৭ মার্চ, ২০২১ at ৬:৪৩ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস উল্টে গেছে। গতকাল শনিবার সকাল সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার চুনতি ইউনিয়নের বনপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে দুর্ঘটনায় কেউ গুরুতর আহত হয়নি বলে জানা যায়।
প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, কক্সবাজারমুখী সৌদিয়া পরিবহনের যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খোলা জায়গায় উল্টে যায়। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে এসে বাসের গ্লাস ভেঙে ভেতরে আটকা পড়া যাত্রীদের উদ্ধার করেন। দুর্ঘটনায় কয়েকজন যাত্রী সামান্য আহত হয়েছেন। প্রাথমিক চিকিৎসার পর তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে। তবে তাদের নাম-ঠিকানা পাওয়া যায়নি। দুর্ঘটনার পর পরই চালক ও সহকারী গা ঢাকা দেয়। ধারণা করা হচ্ছে চালক বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটেছে।
দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রব জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত বাসটি পুলিশ হেফাজতে রয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধঅনলাইনে মাদক বেচাকেনা
পরবর্তী নিবন্ধরাউজানে ১০ কিলোমিটার ম্যারাথন