প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে বাংলাদেশ এখন সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেলে পরিণত হয়েছে। তিনি জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সমান অধিকার নিশ্চিত করে যাচ্ছেন।
তিনি গতকাল বৃহস্পতিবার লোহাগাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে মসজিদ-মন্দির উন্নয়নের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে মুঠোফোনে এসব কথা বলেন। লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আহসান হাবিব জিতুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক বিজয় কুমার বড়ুয়া, উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু, মুজিবুর রহমান মুজিব, মাহবুব আলম শাওন, মাস্টার মোহাম্মদ মিয়া ফারুক, শাহিদুল কবির সেলিম, আনিস উল্লাহ, রিটন বড়ুয়া রোনা, কামাল উদ্দিন, রিদুয়ানুল হক সুজন, জয়নাল আবেদিন ও এরশাদুর রহমান রিয়াদ প্রমুখ। অনুষ্ঠানে ধর্ম মন্ত্রনালয় কর্তৃক বরাদ্দকৃত ২০টি মসজিদ-মন্দির উন্নয়নের জন্য ৮ লাখ ৩৫ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।