লোহাগাড়ার আধুনগরে রান্নাঘরের চুলার আগুনে পুড়েছে চার সহোদরের ঘর। গতকাল সোমবার (৭ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে ইউনিয়নের পেঠেনের পাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্তরা হলেন ওই এলাকার নজু মিয়ার পুত্র যথাক্রমে নুরুল আলম, মো. জাফর, মো. হাসান ও মো. মোহসেন। তারা সকলে দিনমজুর।
স্থানীয়রা জানান, মোহসেনের রান্না ঘরের চুলা থেকে সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে আগুন মাটির দেওয়াল ও টিনের ছাউনিযুক্ত বসতঘরে ছড়িয়ে পড়ে।
আশপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই বসতঘরের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। আগুনে প্রায় ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।
এদিকে, খবর পেয়ে সাতকানিয়া ফায়ার সার্ভিসের দমকল বাহিনী ঘটনাস্থলে আসে। তবে তারা ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন।
ক্ষতিগ্রস্তরা খোলা আকাশের নিচে মানবেতর রাত কাটাচ্ছেন বলে জানা গেছে।
আধুনগর ইউপি চেয়ারম্যান মো. নাজিম উদ্দিন জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্তরা খুবই অসহায়। তাদের জন্য আর্থিক সহায়তার ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।