লোহাগাড়ায় ব্যবসা প্রতিষ্ঠানে চুরি

লোহাগাড়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৪ আগস্ট, ২০২৫ at ১২:০৪ অপরাহ্ণ

লোহাগাড়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতার ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে। গতকাল বুধবার ভোররাত ৪টার দিকে উপজেলা সদর বটতলী স্টেশনস্থ আমিরাবাদ স্কুল রোডে ঘটনা ঘটে। ঘটনায় একইদিন ক্ষতিগ্রস্ত জহির উদ্দিন (৩০) অজ্ঞাতনামা চোরদের আসামি করে থানায় এজাহার দায়ের করেছেন। তিনি উপজেলার আধুনগর ইউনিয়নের ৮ নাম্বার ওয়ার্ডের উত্তর হরিণা মিয়াজি বাড়ির ছৈয়দ হোসেনের পুত্র ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) লোহাগাড়া উপজেলার প্রধান সমন্বয়কারী। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাতে প্রতিদিনের ন্যায় জহির টেলিকম নামে দোকানটি বন্ধ করে চলে যান। পরদিন বুধবার সকালে দোকান খুলে ভেতরে ঢুকে দেখতে পান উপরের টিন কাটা। চোরেরা দোকানের ক্যাশবাক্সে থাকা নগদ ১ লাখ ৯৮ হাজার টাকা ও বিভিন্ন মডেলের মোবাইল ফোনসহ প্রায় ৮০ হাজার টাকার নানা সরঞ্জাম নিয়ে যায়। সিসিটিভি ক্যামেরায় চুরির দৃশ্য ধরা পড়লেও চোরের মুখ কাপড় দিয়ে ঢেকে রাখায় চোরকে শনাক্ত করা যায়নি। লোহাগাড়া থানার এসআই জাহেদ হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়। ঘটনায় থানায় মামলা রুজু করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ তৎপর রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকামাল আহমদ চৌধুরী
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় চেক প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার