লোহাগাড়ার আমিরাবাদে বৈদ্যুতিক খুঁটির সাথে বাসের ধাক্কায় মো. ইকবাল হোসেন(৩৬) নামে যাত্রীবাহী বাসের এক চালক সহকারী নিহত হয়েছেন।
আজ বুধবার(২৪ আগস্ট) ভোররাত সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ইউনিয়নের রাজঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইকবাল হোসেন সাতকানিয়া পৌরসভার ছড়ারকুল এলাকার আবদুল হাকিমের পুত্র।
প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, কক্সবাজারের টেকনাফের উদ্দেশে চট্টগ্রাম নগরী থেকে ছেড়ে আসা রিলাক্স পরিবহনের যাত্রীবাহী একটি বাস ঘটনাস্থলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে চালক সহকারী ইকবাল হোসেন নিহত হন।
দুর্ঘটনায় বাসের অন্তত ১২ জন যাত্রী আহত হয়েছেন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেন। আহতদের নাম-ঠিকানা পাওয়া যায়নি।
দুর্ঘটনায় নিহত ইকবাল হোসেন বাসের সুপারভাইজার ছিলেন কিন্তু হেলপার না থাকায় বাসের দরজায় দাঁড়িয়ে দায়িত্ব পালন করছিলেন তিনি।
ধারণা করা হচ্ছে, চালক তন্দ্রাচ্ছন্ন অবস্থায় ও বেপরোয়া গতিতে বাস চালানোর কারণেই এ দুর্ঘটনা ঘটে।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাকদুস আহম্মেদ জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে হাইওয়ে থানা হেফাজতে নিয়ে আসা হয়। পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।