লোহাগাড়ায় বিপন্ন প্রজাতির গন্ধগোকুল উদ্ধার

লোহাগাড়া প্রতিনিধি | মঙ্গলবার , ১৪ ফেব্রুয়ারি, ২০২৩ at ৬:০১ পূর্বাহ্ণ

লোহাগাড়ার কলাউজান ইউনিয়নের হিন্দুরহাট এলাকা থেকে বিপন্ন প্রজাতির একটি গন্ধগোকুল উদ্ধার করেছে বনবিভাগ। গতকাল সোমবার সকালে প্রাথমিক চিকিৎসা শেষে গন্ধগোকুলটি রাঙ্গুনিয়ায় শেখ রাসেল ইকোপার্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ বনবিভাগের আওতাধীন পদুয়া রেঞ্জ কর্মকর্তা মনজুর মোরশেদ। তিনি জানান, রোববার বিকেলে বনাঞ্চল থেকে লোকালয়ে আসা একটি গন্ধগোকুল আটক করে স্থানীয়রা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গন্ধগোকুলটি উদ্ধার করে পদুয়া রেঞ্জ কার্যালয়ে নিয়ে আসা হয়।

প্রাথমিক চিকিৎসা শেষে দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা নির্দেশে গন্ধগোকুলটি শেখ রাসেল এভিয়ারী এন্ড ইকোপার্কে হস্তান্তর করা হয়েছে। ধারণা করা হচ্ছে, খাদ্যের সন্ধানে প্রাণিটি লোকালয়ে চলে এসেছে। চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেন জানান, গন্ধগোকুল নিশাচর প্রাণী। এদের প্রিয় খাবার ফল হলেও কীটপতঙ্গ ও শামুক খেয়ে জীবনযাপন করে। এ ছাড়া এরা ইঁদুর খেয়ে ফসলের উপকার করে।

পূর্ববর্তী নিবন্ধগোমদন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ
পরবর্তী নিবন্ধবিচার চেয়ে চবিসাসের সাবেক ৩২ নেতার বিবৃতি