লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু, আহত ১

আজাদী অনলাইন | মঙ্গলবার , ২০ এপ্রিল, ২০২১ at ৮:৩৪ অপরাহ্ণ

লোহাগাড়ার আধুনগরে বিদ্যুৎস্পৃষ্টে আজহার উদ্দিন (৪২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন মো. ফিরোজ (১৮) নামে অপর এক শ্রমিক।
আজ মঙ্গলবার (২০ এপ্রিল) দুপুর ১২টায় ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সর্দানী পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত আজহার উদ্দিন জামালপুরের মেলান্দহ থানার বাসিন্দা মৃত সদা শেখের পুত্র ও আহত ফিরোজ গোপালপুরের আয়াতের শেখের পুত্র। তারা দুইজনই দোহাজারী-কক্সবাজার রেললাইন প্রকল্পের শ্রমিক।
স্থানীয় ইউপি সদস্য জয়নাল আবেদীন জনু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দোহাজারী-কক্সবাজার রেললাইন প্রকল্পের আওতায় আধুনগর সর্দানী পাড়ায় ডলুখালে ব্রিজ নির্মাণের জন্য কাজ করছিল একদল শ্রমিক। নির্মিতব্য ব্রিজ সংলগ্ন স্থানে বসবাসের জন্য টিনের ছাউনি দিয়ে বাসা নির্মাণ করেন। কালবৈশাখী ঝড়ে বাসার টিন যাতে উড়িয়ে নিতে না পারে সেজন্য রড দিয়ে বাঁধ দিচ্ছিল। অসতর্ক অবস্থায় রড নাড়াচাড়া করার সময় বাসার উপরে বিদ্যুৎ লাইনের সাথে লেগে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিক আহত হন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা সদরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
প্রাথমিক চিকিৎসা শেষে আজহার উদ্দিনকে আশংকজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে দুপুর আড়াইটায় জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
আহত মো. ফিরোজ নামে অপর শ্রমিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

পূর্ববর্তী নিবন্ধকাপ্তাইয়ে বিলুপ্ত প্রজাতির বানর উদ্ধার
পরবর্তী নিবন্ধব্যাংক-পুঁজিবাজার চলবে আগের সময়সূচিতে