লোহাগাড়ায় বিদ্যালয়ের বাউন্ডারি ওয়াল ও গেট নির্মাণে গড়িমসির অভিযোগ

মেয়াদ শেষ হলেও শেষ হয়নি কাজ

লোহাগাড়া প্রতিনিধি | শনিবার , ১০ জানুয়ারি, ২০২৬ at ৭:০১ পূর্বাহ্ণ

লোহাগাড়ার আধুনগরে দক্ষিণ আধুনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাউন্ডারি ওয়াল ও প্রধান গেট নির্মাণ কাজে গড়িমসির অভিযোগ উঠেছে। এতে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে চরম উদ্বেগ দেখা দিয়েছে। এছাড়া বিদ্যালয়টি আসন্ন জাতীয় নির্বাচনে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে। যার ফলে নিরাপত্তা নিয়ে তৈরি হয়েছে গুরুতর শংকা।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন আগে বিদ্যালয়ের বাউন্ডারি ওয়াল ও প্রবেশ পথে গেট নির্মাণের কাজ শুরু হলেও এখনো পর্যন্ত তা সম্পূর্ণ হয়নি। সংশ্লিষ্ট কাজের ঠিকাদার অর্ধেক কাজ করেই ফেলে রেখেছে। এতে বিদ্যালয় চত্বর কার্যত উন্মুক্ত অবস্থায় রয়েছে। এছাড়া নির্মাণ কাজে এমন গড়িমসির কারণে বিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম যেমন ব্যাহত হচ্ছে, তেমনি ভোটকেন্দ্র হিসেবে ব্যবহারের ক্ষেত্রে এটি মারাত্মক ঝুঁকিপূর্ণ হবে। নিরাপত্তা বেষ্টনী না থাকায় বহিরাগত অনুপ্রবেশ, বিশৃঙ্খলা ও অনাকাঙ্ক্ষিত ঘটনার আশংকা করছেন স্থানীয় ভোটাররা। তাই ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতে এর কাজ দ্রুত সম্পন্ন করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

উপজেলা এলজিইডি অফিস সূত্রে জানা যায়, ২০২৩২৪ অর্থ বছরে এক প্যাকেজে দক্ষিণ আধুনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ ৪টি বিদ্যালয়ের বাউন্ডারি ওয়াল ও গেট নির্মাণ কাজ পান মফিজ এন্ড সন্স নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। ওই প্যাকেজের বরাদ্দ ৫১ লাখ ৬৫ হাজার ৯৭০ টাকা। ২০২৪ সালের ১৮ অক্টোবরের মধ্যে কাজ শেষ করার কথা ছিল। কিন্তু এখনো পর্যন্ত কাজ শেষ হয়েছে ৫৫ ভাগ।

গত ৭ জানুয়ারি সরেজমিনে দেখা যায়, দীঘদিন ধরে অসমাপ্ত অবস্থায় পড়ে আছে বিদ্যালয়ের বাউন্ডারি ওয়াল ও মূল গেটের। যার ফলে বিদ্যালয় চত্বরটি পুরোপুরি উন্মুক্ত। এতে বিদ্যালয়ের নিরাপত্তা ঝুঁকির মধ্যে রয়েছে। যেকোনো সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলা ও গাফিলতির জন্য ক্ষোভ প্রকাশ করেছেন এবং দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন।

একাধিক অভিভাবক জানান, বিদ্যালয়ে ছোট ছোট ছেলেমেয়েরা লেখাপড়া করে। বিদ্যালয়ের বাউন্ডারি ওয়াল ও প্রধান গেটের নির্মাণ কাজ অসমাপ্ত অবস্থায় পড়ে আছে। যার ফলে নিরাপত্তাহীনতা সবসময় চোখে পড়ে। আর নির্বাচন হলে তো পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে। অবিলম্বে বাউন্ডারি ওয়াল ও গেট নির্মাণ কাজ শেষ না হলে যেকোনো সময় অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হতে পারে। যার দায় এড়ানো সম্ভব হবে না। জনস্বার্থে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদের বলেন, বাউন্ডারি ওয়াল ও গেট নির্মাণের কাজ অনেক আগে শুরু হলেও এখনো পর্যন্ত তা সম্পূর্ণ হয়নি। একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। কিন্তু কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। যার ফলে চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছি। বিদ্যালয়টি ভোটকেন্দ্র হওয়ায় নির্বাচনকালে শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষা করাও কঠিন হয়ে পড়বে।

লোহাগাড়া উপজেলা প্রকৌশলী কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মো. মঈনুল ইসলাম বলেন, ওই কাজের মূল ঠিকাদার নোয়াখালী এলাকার বাসিন্দা। স্থানীয় এক ঠিকাদারকে এসব কাজ তদারকির দায়িত্ব দিয়েছিলেন। কিন্তু ৫ আগস্ট ছাত্রজনতার আন্দোলনে সরকার পতনের পর তদারকির দায়িত্বে থাকা ব্যক্তি পালিয়ে গেছেন। যার কারণে বাউন্ডারি ওয়াল ও গেট নির্মাণ কাজ বন্ধ রয়েছে। ইতোমধ্যে উক্ত কাজের মূল ঠিকাদারের সাথে যোগাযোগ করার হয়েছে। আশা করছি দ্রুত বাকি কাজ সম্পন্ন হয়ে যাবে।

পূর্ববর্তী নিবন্ধপরিচ্ছন্নতার কাজে অংশগ্রহণকারীদের দেয়া হল গাছের চারা
পরবর্তী নিবন্ধখালেদা জিয়ার নামে দাতব্য চিকিৎসালয় প্রতিষ্ঠা করল মোস্তফা হাকিম ফাউন্ডেশন