লোহাগাড়ায় পদুয়া ওয়ার্ড বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অলক কান্তি দাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ করেছেন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে সরেজমিনে গিয়ে ঘটনার সত্যতা পাওয়া গেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, ১৯৭০ ও ১৯৮৭ সালে দুটি দলিলের মাধ্যমে পদুয়া গুপ্ত এস্টেটের ওয়ারিশরা ১০০ শতক জমি বিদ্যালয়কে দান করেন। সম্প্রতি স্থানীয় একটি প্রভাবশালী মহল বিদ্যালয়ের জায়গা জোরপূর্বক দখল করে তিনটি দোকানঘর নির্মাণ করে। পরে বিদ্যালয়ের খালি জায়গার গাছপালা কেটে সাবাড় করে ফেলে। গত ১১ সেপ্টেম্বর থেকে প্রভাবশালীরা বিদ্যালয়ের জায়গায় আরো স্থাপনা নির্মাণ করার চেষ্টা করছে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অলক কান্তি দাশ জানান, গুপ্ত এস্টেটের ওয়ারিশগণ বিদ্যালয়কে জায়গার দখল বুঝিয়ে দিয়েছিলেন। ওই জায়গা বিদ্যালয়ের দখলেও রয়েছে। হঠাৎ করে একটি প্রভাবশালী মহল রাতের আঁধারে ঘেরাও করে বিদ্যালয়ের জায়গা দখল করে ফেলে। তারা আগেও এই ধরনের কাজ করেছে। অভিযোগে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেয়ার দাবি জানান তিনি।
লোহাগাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইবনে মাসুদ রানা জানান, বিদ্যালয়ের জায়গা একটি প্রভাবশালী মহল অবৈধভাবে দখল করেছে এমন অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে। লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম জানান, বিদ্যালয়ের জায়গায় স্থাপনা নির্মাণের কাজ বন্ধ করে দেয়া হয়েছে। এছাড়া যারা স্থাপনা নির্মাণ করছেন তাদের কোনো বক্তব্য থাকলে কাগজপত্র দাখিল করতে বলা হয়েছে।