লোহাগাড়ায় বিএনপি ও যুবদলের দুই নেতা কারাগারে

বিস্ফোরণ মামলা

লোহাগাড়া প্রতিনিধি | মঙ্গলবার , ৩১ জানুয়ারি, ২০২৩ at ৬:০৪ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় বিস্ফোরণ মামলায় বিএনপি ও যুবদলের দুই নেতাকে কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল সোমবার তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন চট্টগ্রাম চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কামরুন্নাহার।

তারা হলেনচট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র সদস্য ও লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম ছলিম উদ্দিন খোকন চৌধুরী এবং উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য সচিব রাশেদুল হক। চট্টগ্রাম জজ কোর্টের আসামি পক্ষের আইনজীবী এডভোকেট হুমায়ুন কবির বাদশা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, উচ্চ আদালতে দেয়া জামিনের মেয়াদ শেষে নিম্ন আদালতে আত্মসমর্পণ পূর্বক জামিন আবেদন করেন আসামিরা। আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর পূর্বক কারাগারে প্রেরণ করেন। জানা যায়, গত সনের ৮ ডিসেম্বর লোহাগাড়ার চরম্বা ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে অনধিকার প্রবেশ করে ভাংচুর ও অগ্নিসংযোগের মাধ্যমে ক্ষতিসাধন এবং হুকুম প্রদানের অপরাধসহ ককটেল বিস্ফোরণ ঘটানোর অপরাধে বিএনপিজামায়াতের ২১ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়।

পূর্ববর্তী নিবন্ধরাজস্থলী-সাইচল সীমান্ত সড়ক প্রকল্প পরিদর্শনে সেনাপ্রধান
পরবর্তী নিবন্ধ১৯১টি নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে : সংসদে তথ্যমন্ত্রী