লোহাগাড়ায় বিএনপির বিজয় মিছিল ও সমাবেশ

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি

| শুক্রবার , ৮ আগস্ট, ২০২৫ at ৭:২০ পূর্বাহ্ণ

জুলাইআগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে লোহাগাড়ায় বিজয় মিছিলে বিএনপি নেতারা বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সাতকানিয়া লোহাগাড়া আসনে ধানের শীষ প্রতীকে সর্বোচ্চ ভোটের রেকর্ড গড়বে। গত ৫ আগস্ট লোহাগাড়া উপজেলার বটতলী মোটর স্টেশন এলাকায় অনুষ্ঠিত বিজয় মিছিল পূর্ব সমাবেশে বক্তারা বলেন, স্বৈরাচারী শেখ হাসিনার শাসনামলে দীর্ঘদিন ধরে সাতকানিয়া লোহাগাড়া বিএনপির নেতাকর্মীরা সবচেয়ে বেশি হামলা, মামলা, হত্যা, নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে। এরপরেও নেতাকর্মীরা জাতীয়তাবাদী আদর্শ থেকে সরে যাননি। বরং এখানকার প্রতিটি ঘর ধানের শীষের দুর্গে পরিণত হয়েছে। এ উপলক্ষে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসহাব উদ্দিন চৌধুরী বলেন, যদি নিরপেক্ষ ও বাধাহীন ভোট হয়, তবে এই আসনে ধানের শীষ বিপুল ভোটে বিজয়ী হবে। সাতকানিয়ালোহাগাড়ার জনগণ সবসময় জাতীয়তাবাদী চেতনার পক্ষে থেকেছে।

এতে সভাপতিত্ব করেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নাজমুল মোস্তফা আমিন। তিনি সকল ষড়যন্ত্র প্রতিহত করতে জাতীয় সংসদ নির্বাচনে ভোটে সাতকানিয়ালোহাগাড়া আসনটি দেশনায়ক তারেক রহমানকে উপহার দিতে বিএনপির সকল নেতাকর্মীদের কাজ করার আহবান জানান। উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আবু তাহের, আবু সেলিম চৌধুরী, নুরুল আবছার, এস এম আবু সাঈদ চৌধুরী টিটু, এম এ কাশেম, মুজিবুর রহমান, জসিম উদ্দিন, সাব্বির আহমদ, রাশেদুল হক, সিরাজুল ইসলাম, জসিম উদ্দিন, নাজিম উদ্দিন, এস এম জাকারিয়া, নাছির উদ্দিন চৌধুরী প্রমুখ। বিজয় মিছিলটি লোহাগাড়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে লোহাগাড়া বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

পূর্ববর্তী নিবন্ধনগরীতে মানব সম্পদ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
পরবর্তী নিবন্ধ১৫২ শিক্ষার্থীকে একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান