লোহাগাড়ায় বিএনপির দোয়া মাহফিল

| সোমবার , ১২ জানুয়ারি, ২০২৬ at ৭:২২ পূর্বাহ্ণ

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় লোহাগাড়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার রাতে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের রাজঘাটাস্থ একটি কমিউনিটি সেন্টারে আমিরাবাদ ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এম এ রহিমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম৫ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী নাজমুল মোস্তফা আমিন।

বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এস এম ছলিম উদ্দিন খোকন চৌধুরী, সালাউদ্দিন চৌধুরী সোহেল ও ফৌজুল কবির ফজলু। বিএনপি নেতা এস এম সাহাব উদ্দিন ও যুবদল নেতা বাহাদুর চৌধুরীর যৌথ সঞ্চালনায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আনছার উদ্দিন আহমদ, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহ আলম, মাস্টার আলী আহমদ, নজরুল ইসলাম, যুবদল নেতা আবু তালেব রুবেল, মুসলিম উদ্দিন, বিএনপি নেতা মোরশেদুল আলম চৌধুরী, আনোয়ার হোসেন চৌধুরী, নুরুল আলম কোম্পানী, সিরাজুল ইসলাম, মাহবুবর রহমান, আলাউদ্দিন বাচ্চু, ডাঃ মহিউদ্দিন, আব্দুল মালেক, মাস্টার মোঃ আলী সিদ্দিকী, মোঃ শোয়াইব, নুরুল কবির সওদাগর, মোঃ নোমান, যুবদল নেতা নাজিম উদ্দিন, কাইছার আহমদ চৌধুরী মুন্না, নাজিম উদ্দিন, ছাত্রদল নেতা মকছুদ হোসেন, কায়েস উদ্দিন, শ্রমিক দল নেতা এস এস দেলোয়ার ও জমির উদ্দিন। খবর প্রেস বিজ্ঞপ্তির।

পূর্ববর্তী নিবন্ধদরবারে ওয়াজেদিয়া ও আতিকিয়ায় দোয়া মাহফিল
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালে নিষ্ঠা ফাউন্ডেশনের কম্বল বিতরণ