লোহাগাড়ায় বাস চাপায় পুলিশ সদস্য মারুফুল ইসলাম (২২) নিহতের ঘটনায় চালক সুজন দে’কে (৩৮) গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল রোববার সকালে রাউজান থানার ডাবুয়া জগন্নাথহাট বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সুজন দে একই থানার ইয়াছিন নগর এলাকার মৃত বিমল দে’র পুত্র।
জানা যায়, গত ১৭ জুন চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশে (সিএমপি) কর্মরত কনস্টেবল মারুফুল ইসলাম ছুটি নিয়ে বাড়িতে যাচ্ছিলেন। এ সময় পথে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি বাজার এলাকায় হানিফ পরিবহনের একটি বাস তার মোটরসাইকেলকে চাপা দেয়। এতে পুলিশ সদস্য মারুফুল ইসলাম ঘটনাস্থলে নিহত হন।
ঘটনার পর বাসচালক দ্রুত পালিয়ে যায়। পরদিন নিহত মারুফুলের মা হাসিনা খানম বাদী হয়ে লোহাগাড়া থানায় একটি মামলা দায়ের করেন।
দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদ আহমদ বলেন, গ্রেপ্তার বাস চালক সুজন দে’কে সন্ধ্যায় হাইওয়ে থানায় হস্তান্তর করেছে র্যাব। সোমবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হবে।