লোহাগাড়ার পদুয়ায় বাসের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম-কঙবাজার মহাসড়কে ইউনিয়নের তেওয়ারী হাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধের আনুমানিক বয়স ৬০ বছর। কিন্তু নিহতের নাম-ঠিকানা জানাতে চায়নি স্বজনরা। প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনাস্থলে রাস্তা পার হওয়ার সময় দ্রুত গতির তিশা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ওই বৃদ্ধকে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলে নিহত হন। দুর্ঘটনার পর বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
ঘটনাস্থলে পুলিশ আসার আগেই নিহত বৃদ্ধের মরদেহ স্বজনরা নিয়ে যায়।
নিহতের নিকটাত্মীয় মো. আলমগীরের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। নিহত বৃদ্ধের মরদেহ দাফন করা হয়েছে বলেও জানান তিনি। বৃদ্ধের নাম-ঠিকানা জানতে চাইলে তিনি নিহতের ছেলে বাচ্চু মিয়ার মোবাইল নাম্বারে যোগাযোগ করতে বলেন। তবে একাধিবার চেষ্টা করেও তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম জানান, তিনি বাসের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হওয়ার সংবাদ শুনেছেন। তবে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ পাননি।