লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ সুখছড়িতে মেয়ের বাল্যবিয়ে পণ্ড করেছে এক প্রবাসী পিতা। সংশ্লিষ্টরা জানান, গত বৃহস্পতিবার রাতে দরবার শরীফ বাকর আলী পাড়ায় স্বামীকে না জানিয়ে মেয়ের বিয়ের আয়োজন করেন এক নারী। বিষয়টি প্রবাস থেকে প্রশাসনকে অবহিত করেন ওই ব্যক্তি।
খবর পেয়ে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কর্মকর্তা (ভূমি) নীলুফা ইয়াছমিন চৌধুরী। এ সময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বর ও কনে পালিয়ে যায়। পরে কনের মাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি দুটি জন্মসনদ উপস্থাপন করেন। দুটোতেই দেখা যায় কনে প্রাপ্তবয়স্ক নয়।
কনের পিতা মুঠোফোনে বলেন, আমার মেয়ে সবেমাত্র দাখিল পাস করেছে। আমাকে না জানিয়ে তার মা বিয়ের আয়োজন করেছে, এটা খুবই দুঃখজনক।
উপজেলা সহকারী কর্মকর্তা (ভূমি) বলেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় অসহযোগিতা ও মিথ্যার আশ্রয় নেয়ায় কনের মাকে ১৫ হাজার টাকা জরিমানাসহ মুচলেকা নেয়া হয়েছে। অভিযানে লোহাগাড়া সদর ইউপি চেয়ারম্যান নুরুচ্ছফা চৌধুরী, ইউপি সদস্য নুরুল কবিরসহ পুলিশের একটি দল সহায়তা করে।