লোহাগাড়ায় বসতঘরে চুরি স্বর্ণালংকার ও টাকা লুট

লোহাগাড়া প্রতিনিধি | শনিবার , ১৩ ডিসেম্বর, ২০২৫ at ৮:৪৬ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় দরজার তালা ভেঙে ফাঁকা বসতঘরে চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দিনগত গভীর রাতে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মল্লিক ছোবহান চৌধুরী পাড়ায় এ ঘটনা ঘটে। গতকাল শুক্রবার এ ঘটনায় ক্ষতিগ্রস্ত মোহাম্মদ সাইফুল আরমান চৌধুরী (৩২) থানায় লিখিত অভিযোগ করেছেন। তিনি একই এলাকার মোহাম্মদুল হক চৌধুরীর পুত্র।

অভিযোগ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দুপুরে বসতঘর তালাবদ্ধ করে চট্টগ্রাম শহরে যান। দিনগত রাতের যে কোনো সময় চোরেরা বসতঘরের দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ চোরেরা আলমিরার ভেঙে ড্রয়ারের ভেতর থাকা নগদ ৮০ হাজার টাকা ও ৫ ভরি ওজনের স্বর্ণালংকার নিয়ে যায়। শুক্রবার সকালে বাড়িতে এসে দরজার তালা ভাঙা ও রুমের ভেতর সবকিছু এলোমেলো অবস্থায় দেখতে পেয়ে চুরির বিষয়টি নিশ্চিত হয়েছেন। লোহাগাড়া থানার ডিউটি অফিসার এএসআই মো. আলাউদ্দিন জানান, চুরির ঘটনায় ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ করেছেন। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন আসিফ মাহমুদ
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন আজ