লোহাগাড়ার আমিরাবাদে বন্যহাতির আক্রমণে শফিকুর রহমান (৫২) নামে এক কৃষক আহত হয়েছেন। গতকাল শুক্রবার সকাল ১১টার দিকে ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সুখছড়ি মৌলভী পাড়ায় এ ঘটনা ঘটে। আহত কৃষক ওই এলাকার বাসিন্দা বলে জানা গেছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান এস এম ইউনুছ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গত বৃহস্পতিবার রাত থেকে বন্যহাতির একটি দল আমিরাবাদ সুখছড়ি এলাকায় অবস্থান করে আসছে। দলে ৫টি হাতি রয়েছে। এতে মৌলভী পাড়া, খলিফার পাড়া ও মাঝি মুড়া এলাকার লোকজন আতংকের মধ্যে ছিল। সকালে ক্ষেতে কাজ করার সময় অসবাধনতাবশত কৃষক শফিকুর রহমানকে বন্যহাতি আক্রমণ করে। এতে তিনি আহত হন। স্থানীয় তাকে উদ্ধার করে উপজেলার সদরের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসা ভর্তি করেন। পদুয়া রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মনজুর মোরশেদ জানান, বনবিভাগের লোকজন বন্যহাতির দলটিকে লোকালয় থেকে তাদের নিরাপদ স্থানে ফিরিয়ে নেয়ার জন্য কাজ করে যাচ্ছেন। আহত কৃষক আবেদন করলে আর্থিক সহয়তার জন্য নিয়মানুযায়ী প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।