লোহাগাড়ায় ফসলি জমির টপসয়েল কাটায় অর্ধলাখ টাকা অর্থদণ্ড

লোহাগাড়া প্রতিনিধি | মঙ্গলবার , ১৭ জানুয়ারি, ২০২৩ at ১১:২৯ পূর্বাহ্ণ

লোহাগাড়ার আমিরাবাদে অবৈধভাবে ফসলি জমির টপসয়েল কাটায় মো. জাহেদ হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে অর্ধলাখ টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার ইউনিয়নের ২নং ওয়ার্ডের পশ্চিম

আমিরাবাদ খৈয়ারকুল এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহান। দন্ডপ্রাপ্ত জাহেদ হোসেন একই ওয়ার্ডের ঘাসিয়ার পাড়ার আলী আহমদের পুত্র। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, অবৈধভাবে ফসলি জমির টপসয়েল কাটায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে এক ব্যক্তিকে অর্ধলাখ টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।

এছাড়া দন্ডপ্রাপ্ত ব্যক্তি ভবিষ্যতে এ ধরণের বিধিবহির্ভূত কাজ আর করবে না বলে অঙ্গীকারনামা প্রদান করেন। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে বেপরোয়া যানবাহন চলাচলে জরিমানা
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে প্রধান সড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা