লোহাগাড়ায় ৬ হাজার পিস ইয়াবাসহ ৩ পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। জব্দ করা হয়েছে ইয়াবা পাচার কাজে ব্যবহৃত প্রাইভেট কার।
গতকাল বৃহস্পতিবার (২৯ এপ্রিল) রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলা সদরের পুরাতন থানার গেইট এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, কক্সবাজার সদর থানার রুমালিয়ার ছড়া এলাকার মো. নুরুল কবিরের পুত্র মো. সৈয়দুল করিম (৩৫), একই থানার ঝিলংজা এলাকার মো. লোকমান হাকিমের পুত্র মো. শাহ আলম (৩৪) ও কক্সবাজার পৌরসভার বিডিআর ক্যাম্প এলাকার মো. নুরুদ্দীনের পুত্র মো. আবু তাহের রানা (৩৭)।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, চট্টগ্রামমুখী প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৬ হাজার পিস ইয়াবাসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে করা হয়। আজ শুক্রবার (৩০ এপ্রিল) সকালে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।