লোহাগাড়ায় জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে দক্ষিণ সাতকানিয়া গোলাম বারি সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল আলমকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। গতকাল বুধবার যুগ্ম জেলা ও দায়রা জজ এবং চট্টগ্রাম–১৫ (লোহাগাড়া–সাতকানিয়া) আসনের নির্বাচনী এলাকায় ইলেক্টোরাল এনকোয়ারি ও এডজুডিকেশন কমিটির চেয়ারম্যান রূপন কুমার দাশ এ নোটিশ জারি করেন। নোটিশ সূত্রে জানা যায়, গত ৯ জানুয়ারি সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ করেন বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থীর প্রধান সমন্বয়কারী আসহাব উদ্দিন চৌধুরী। অভিযোগে বলা হয়, একটি ফেসবুক পোস্টে ‘রেমিটেন্স যোদ্ধা প্রবাসী ভাইবোনদের প্রথম ভোট, আল্লাহর ওয়াস্তে দাঁড়িপাল্লার পক্ষে হোক’ এমন বক্তব্য প্রচার করা হয়, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
অভিযোগে উল্লেখ করা হয়, ভোটগ্রহণের তারিখের তিন সপ্তাহ আগে এ ধরনের বক্তব্য প্রচার করা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা, ২০২৫–এর ৩ ও ১৮ বিধির পরিপন্থী এবং নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের শামিল।
এ প্রেক্ষিতে নোটিশে আগামী ১৯ জানুয়ারি দুপুরে সংশ্লিষ্ট অভিযোগের বিষয়ে কেন তার বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে প্রতিবেদনসহ সুপারিশ পাঠানো হবে না, সে বিষয়ে নোটিশদাতার অস্থায়ী কার্যালয়ে স্বশরীরে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।












