লোহাগাড়ায় ১৫টি মামলায় ৬ হাজার ৭শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। স্বাস্থ্যবিধি না মানা ও দোকান খোলা রাখায় গতকাল শনিবার দুপুরে বটতলী মোটর স্টেশন এলাকায় এসব জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন ইউএনও আহসান হাবিব জিতু। তিনি জানান, লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। অভিযানে লোহাগাড়া থানার এসআই দেলোয়ার হোসেন ও ইউএনও কার্যালয়ের ইলিয়াছ রুবেল সহায়তা করেন।











