লোহাগাড়ায় পৌনে ৭ হাজার টাকা জরিমানা

স্বাস্থ্যবিধি অমান্য ও দোকান খোলা রাখা

আজাদী প্রতিবেদন | রবিবার , ১৮ এপ্রিল, ২০২১ at ১০:৩৬ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় ১৫টি মামলায় ৬ হাজার ৭শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। স্বাস্থ্যবিধি না মানা ও দোকান খোলা রাখায় গতকাল শনিবার দুপুরে বটতলী মোটর স্টেশন এলাকায় এসব জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন ইউএনও আহসান হাবিব জিতু। তিনি জানান, লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। অভিযানে লোহাগাড়া থানার এসআই দেলোয়ার হোসেন ও ইউএনও কার্যালয়ের ইলিয়াছ রুবেল সহায়তা করেন।

পূর্ববর্তী নিবন্ধকরোনায় লোহাগাড়ার যুবকের মৃত্যু
পরবর্তী নিবন্ধবোয়ালখালীতে দুস্থদের মাঝে উপহার বিতরণ