চট্টগ্রামের লোহাগাড়ায় পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজা পাচারকালে দুজনকে আটক করেছে লোহাগাড়া থানা পুলিশ, পাচারকাজে ব্যবহৃত গাড়ি দুটি জব্দ করা হয়।
বুধবার (৬ আগষ্ট) ভোর ৬ টার সময় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া চুনতি ফরেস্ট রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে এবং আধুনগর বাজারে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটক আব্দুল করিম (৩৫), কক্সবাজার টেকনাফ সদর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের দক্ষিণ পাড়া কচুবনিয়া জামে মসজিদের পাশে মৃত বাঁচা মিয়ার পুত্র। তার কাছ থেকে গাড়ীর পিছনের সিটে রক্ষিত অবস্থায় ২১ শ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
অপর গাঁজাসহ ধৃত আসামি মো: নুরুন্নবী (৪৬) (ড্রাইভার), সে চট্টগ্রামের জোরার গঞ্জ থানার দক্ষিণ অলি নগরের ৫ নং ওয়ার্ড এলাকার আবু আহমদের পুত্র।
গাঁজাসহ ধৃত অপরজন হলেন শেখ আলম(৩৫)(হেলপার), সে চট্টগ্রামের জোরারগঞ্জ থানার ইছাখালি ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের উত্তর ভুঁইয়া পাড়ার খুরশিদ আলমের পুত্র। ট্রাকে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ২৫টি পোটলায় মোট ৫০ কেজি গাঁজা জব্দ করা হয়।
থানা সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমানের নির্দেশনায় থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেনের নেতৃত্বে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট অফিস এলাকায় একটি প্রাইভেট থামিয়ে তল্লাশি চালানো হয় এবং আধুনগর বাজার এলাকায় ট্রাক থামিয়ে তল্লাশি চালিয়ে তাদেরকে আটক করা হয়। গাড়ি দুটিও জব্দ করা হয়।
এ ছাড়া লোহাগাড়া থানা পুলিশের নিয়মিত অভিযানে একজন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা, একজন ছিনতাইকারী ও সন্দেহজনক আরও একজনকে আটক করা হয়।
এ বিষয়ে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে ইয়াবা পাচারকালে একজন গাঁজাসহ দুইজন এবং অপরাপর আরও তিনজনসহ মোট ৬ জনকে আটক করা হয়, দুটি গাড়ি জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষ করে আদালতে প্রেরন করা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।