লোহাগাড়ায় পুকুর থেকে হেফজখানা ছাত্রের মরদেহ উদ্ধার

লোহাগাড়া প্রতিনিধি | রবিবার , ১৫ মে, ২০২২ at ৬:৫৯ অপরাহ্ণ

লোহাগাড়ার আমিরাবাদে পুকুর থেকে আবদুল্লাহ নাহিম (১২) নামে এক হেফজখানার ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (১৫ মে) দুপুর সাড়ে ১২ টার দিকে ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মল্লিক ছোবহান চৌধুরী পাড়ার কাজির পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শিশু নাহিম ওই এলাকার নাজিম উদ্দিনের পুত্র ও নগরীর পাঁচলাইশ থানার হিলভিউ এলাকার আলহাজ্ব হাফিজুর রহমান এতিমখানা ও হেফজখানার হেফজ বিভাগের ছাত্র।

শিশুর বড় ভাই আবদুল আজিজ জানান, তারা সপরিবারে চট্টগ্রাম নগরীতে থাকেন। গত শুক্রবার এক চাচাতো বোনের বিয়ে উপলক্ষে গ্রামের বাড়িতে আসেন। ঘটনার দিন দুপুরে তারা দুই বন্ধু মিলে বাড়ির অদূরে পুকুর গোসল করতে যায়।

এ সময় অসাবধানতাবশত পুকুরে ডুবে যায়। খোঁজাখুঁজি করে পুকুর থেকে ডুবন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। পরে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য মো. আক্কাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পূর্ববর্তী নিবন্ধপ্রথম দিন শেষে শ্রীলংকার সংগ্রহ ৪ উইকেটে ২৫৮
পরবর্তী নিবন্ধহালদা থেকে জাল, চিংড়ি পোনা জব্দ