লোহাগাড়ার চুনতিতে পুকুরে ভাসমান অবস্থায় মোহাম্মদ নাবিল (১৬) নামে এক মানসিক ভারসাম্যহীন তরুণের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১১টায় ইউনিয়নের বাগান পাড়ার এক পুকুরে তার লাশ পাওয়া যায়। সে একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রাঙ্গা পাহাড় এলাকার মৃত আহমদ কবিরের পুত্র ও চুনতি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। সে পরিবারের সাথে দীর্ঘদিন নানা বাড়িতে স্থায়ীভাবে বসবাস করে আসছিল। স্থানীয় ইউপি সদস্য শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত তরুণের বড় বোন কাশেপা সাদেকা জানান, তার ভাই কিছুদিন যাবত মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে। প্রায় সময় সকলের অগোচরে ঘর থেকে বের হয়ে এখানে সেখানে চলে যেত। গত রোববারও ঘর থেকে বের হয়ে বাগান পাড়াস্থ তার শ্বশুবাড়িতে চলে আসে। সেখান থেকেও সকলের চোখ ফাঁকি দিয়ে সে বের হয়ে যায়। পরে তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে রাত সাড়ে ১১টার দিকে বাড়ির নিকটস্থ পুকুর পাড়ে তার পায়ের স্যান্ডেল পাওয়া যায়। সেদিন পুকুরে অনেকক্ষণ খোঁজেও তার হদিস মেলেনি। পরদিন সকালে পুকুর থেকে নাবিলের ভাসমান লাশ উদ্ধার করা হয়। চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রেজওয়ানুল ইসলাম জানান, এ ব্যাপারে তাকে কেউ অবগত করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।