লোহাগাড়ায় পুকুরে ডুবে সাইদা জান্নাত হুরি নামে ১৯ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম আমিরাবাদ খৈয়ারকূল আলী হোসেন খলিফা পাড়ায় এ ঘটনা ঘটে। শিশু হুরি ওই এলাকার মো. রুবেলের মেয়ে।
স্থানীয় আবদুল আজিজ জানান, খেলার সময় শিশু হুরি বসতঘর সন্নিহিত পুকুরের পানিতে পড়ে যায়। দীর্ঘক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন আশপাশে খুঁজতে থাকেন। এক পর্যায়ে শিশুটিকে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় দেখতে পান। তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাজ্জাদুল আমিন জানান, পুকুরে পানিতে ডুবে মারা যাওয়া এক শিশুকে হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।












