লোহাগাড়ায় পাচারকালে চিরাই কাঠসহ একটি মিনিট্রাক জব্দ করেছে বনবিভাগ। গতকাল মঙ্গলবার ভোর ৫ টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকা থেকে উক্ত কাঠ জব্দ করা হয়। চট্টগ্রাম দক্ষিণ বিভাগের সাতগড় বনবিট কর্মকর্তা মাসুদ পারভেজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরমুখী একটি মিনিট্রাকে (ঢাকা মেট্রো-ন-১৭-৮৭৯০) তল্লাশি চালানো হয়। এসময় মিনিট্রাকে থাকা চিরাই কাঠ জব্দ করা হয়।
তিনি আরো জানান, জব্দকৃত চিরাই কাঠের পরিমাণ প্রায় ৬০ ঘনফুট। যার আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা। জব্দকৃত চিরাই কাঠ ও মিনিট্রাক বনবিভাগের হেফাজতে রয়েছে। এ ব্যাপারে বন আইনে মামলা হয়েছে।