লোহাগাড়ায় পাঁচ করাতকল সিলগালা

লোহাগাড়া প্রতিনিধি | বুধবার , ৩ আগস্ট, ২০২২ at ১১:২১ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় অবৈধ ৫ করাতকল সীলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহান।

অভিযানে লোহাগাড়া সদর ইউনিয়নের দরবেশহাটে জাহাঙ্গীর আলমের ১টি, নাছির মেম্বারের ১টি, আমিরাবাদ স্কুল রোডে মো. ফারুকের ১টি ও মো. ইউসুফের ২টি করাতকল সীলগালা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, অবৈধভাবে পরিচালনা করায় ৫টি করাতকল সীলগালা করা হয়েছে।

এসময় করাতকলের ৫টি চাকা, ৫টি মটর, ৪টি চুড়ি, ৩টি সেলামেশিন, ১০ ঘনফুট গোলকাঠ ও ৫ ঘনফুট চিড়াইকাঠ জব্দ করা হয়েছে। তাছাড়া সবগুলো করাতকলের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। অভিযানে সহযোগিতা করেন পদুয়া রেঞ্জ কর্মকর্তা সাইফুল ইসলাম, লোহাগাড়া থানার এসআই মোজাম্মেল হক, পুলিশ ও বনবিভাগের সদস্যরা।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে ১২০ লিটার বাংলা মদসহ আটক ১
পরবর্তী নিবন্ধলায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলী এলিটের দায়িত্বভার হস্তান্তর