লোহাগাড়ায় সেনাবাহিনীর সহযোগিতায় অভিযান চালিয়ে মো. নুরুল আমিন (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার ভোর ৫টার দিকে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চাকফিরানী নতুনপাড়া চাককাটা ঘোনা পাহাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নুরুল আমিন একই ওয়ার্ডের চাকফিরানী আশ্রয়ন প্রকল্প এলাকার মো. খলিলুর রহমানের পুত্র।
পুলিশ জানায়, গ্রেপ্তার নুরুল আমিন আলোচিত সন্ত্রাসী তৌহিদ বাহিনীর সক্রিয় সদস্য। ওই বাহিনীর সদস্যরা বিভিন্ন সময়ে দেশিয় তৈরি অস্ত্র প্রদর্শন করে দীর্ঘদিন যাবত চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছে। ঘটনার সময় পুলিশ ও সেনাবাহিনী গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি এবং মাদক উদ্ধারের নিমিত্তে যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় যৌথ বাহিনীর গাড়ি উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের চাকফিরানী পাচকুনিয়া মাঠ এলাকায় পৌঁছলে এক যুবক দৌঁড়ে পালিয়ে যায়। পরে তাকে ধাওয়া করলে ঘটনাস্থলের অদূরে শহর বানুর পরিত্যক্ত ঘরে ঢুকে পড়ে। পুলিশ ও সেনাবাহিনী পেছনে ধাওয়া করে নুরুল আমিনকে গ্রেপ্তার করতে সক্ষম হন। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে তার দেখনো মতে ওই পরিত্যক্ত ঘর থেকে ১টি দেশিয় তৈরি ওয়ান শুটার গান, ২টি দেশিয় তৈরি এলজি, ৮ রাউন্ড ১২ বোর লিডবল কার্তুজ, ৩টি লোহার বাটযুক্ত দা ও ১টি কাঠের বাটযুক্ত দা উদ্ধার করা হয়।
লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান জানান, গ্রেপ্তার নুরুল আমিনের বিরুদ্ধে সন্ত্রাস দমন ও অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে লোহাগাড়া থানায় একাধিক মামলা রয়েছে। একইদিন তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।