লোহাগাড়ায় পরিত্যক্ত আগ্নেয়াস্ত্র উদ্ধার

লোহাগাড়া প্রতিনিধি | মঙ্গলবার , ৩০ ডিসেম্বর, ২০২৫ at ১০:৫৬ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় পরিত্যক্ত অবস্থায় দেশীয় তৈরি একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার কলাউজান ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মদন আলী পাড়ায় জমি থেকে এ অস্ত্র উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, স্থানীয়রা জমিতে পরিত্যক্ত অবস্থায় একটি আগ্নেয়াস্ত্র (এলজি) দেখতে পেয়ে পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অস্ত্রটি উদ্ধার করে থানায় নিয়ে যান। লোহাগাড়া থানার পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, উদ্ধারকৃত অস্ত্রের ব্যাপারে তদন্ত চলছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধজামালখান ওয়ার্ডে চসিকের গণশুনানি
পরবর্তী নিবন্ধপটিয়ায় বাস-ট্রাকের সংঘর্ষে ট্রাকচালকের মৃত্যু