লোহাগাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাইক খাদে, পর্যটক নিহত

লোহাগাড়া প্রতিনিধি | সোমবার , ১৭ নভেম্বর, ২০২৫ at ১০:৩৯ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে সাকিবুল হাসান (২৫) নামে এক বাইক আরোহী নিহত হয়েছেন। গতকাল রোববার দুপুর ২টার দিকে চট্টগ্রামকক্সবাজার মহাসড়কে উপজেলার চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাকিবুল হাসান নাটোর জেলার সিংড়া উপজেলার পারসাথলী শেখ পাড়ার মো. আতাউর রহমানের পুত্র। প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার থেকে ৭টি বাইক নিয়ে ১৩ জনের একটি গ্রুপ নিজেদের গন্তব্যে ফিরছিলেন। ঘটনাস্থলে চট্টগ্রামমুখী দ্রুতগতির একটি বাইক গতিরোধকে নিয়ন্ত্রণ হারায়। এরপর মহাসড়কের পাশে একটি গাছের সাথে ধাক্কা লেগে বাইক আরোহী সাকিবুল খাদে পড়ে যায়। স্থানীয়দের সহযোগিতায় গ্রুপের অন্যরা গুরতর আহত সাকিবুলকে উদ্ধার করে উপজেলা সদরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়। দুর্ঘটনায় বাইকে থাকা সোহাগ নামে আরেক আরোহী আহত হয়েছেন। তবে তিনি শঙ্কামুক্ত বলে জানা গেছে। দুমড়ে মুচড়ে গেছে দুর্ঘটনাকবলিত বাইকটি। বাইকার গ্রুপের সদস্যদের বরাত দিয়ে পুলিশ জানায়, গত বৃহস্পতিবার কন্টেন্ট ক্রিয়েটর ফারহানা বীথি দম্পতির নেতৃত্বে একটি বাইকার গ্রুপ রাজশাহী থেকে কক্সবাজার বেড়াতে গিয়েছিল। গ্রুপে ৭টি বাইকে ১৩ জন ছিলেন। ভ্রমণ শেষে নিজেদের গন্তব্যে ফেরার পথে জাঙ্গালিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাইক খাদে পড়ে যায়। এতে বাইক আরোহী সাকিবুল হাসান নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. শিমুল দত্ত জানান, সড়ক দুর্ঘটনায় আহত ২ জনকে হাসপাতালে আনা হয়। এরমধ্যে হাসপাতালে আনার আগেই একজনের মৃত্যু হয়েছে। অন্যজনকে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

দোহাজারী হাইওয়ে থানার এসআই আব্দুস সাত্তার জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানা হেফাজতে রাখা হয়। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধরোহিঙ্গামুক্ত ভোটার তালিকা প্রণয়নে মাঠ কর্মকর্তাদের ইসির নির্দেশনা
পরবর্তী নিবন্ধপটিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাইদুল গ্রেপ্তার