লোহাগাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ট্রাক

লোহাগাড়া প্রতিনিধি | মঙ্গলবার , ১৭ জানুয়ারি, ২০২৩ at ১১:৩৫ পূর্বাহ্ণ

লোহাগাড়ার আধুনগরে একটি মালবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে। গতকাল সোমবার সকাল ৬টার দিকে চট্টগ্রামকক্সবাজার মহাসড়কে ইউনিয়নের খাস মহাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে চট্টগ্রামমুখী মালবোঝাই ট্রাকটি মূল সড়কের পাশে অসমান অংশে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। দুর্ঘটনায় কেউ হতাহত না হলেও ট্রাকের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পরে ট্রাকে থাকা মালামাল সরিয়ে নেয়া হয়।

স্থানীয়রা জানায়, চট্টগ্রামকক্সবাজার মহাসড়ক প্রতিবছর সংস্কারের ফলে মূল সড়কের সাথে দুই পাশের উচ্চতার পার্থক্য তৈরি হয়ে এসব অসমান অংশ বিপজ্জনক হয়ে উঠেছে। যার কারণে প্রায় সময় ঘটছে দুর্ঘটনা। দুই পাশের অসমান অংশ মাটি দ্বারা ভরাট করে দেয়ার জন্য দীর্ঘদিন দাবি জানিয়ে আসছেন স্থানীয়রা।

দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মুহাম্মদ এরফান জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়। দুর্ঘটনা কবলিত ট্রাক হাইওয়ে থানা হেফাজতে রয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধরঙিন ফুলকপির উপর মাঠ দিবস
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির সায়েন্টিফিক সেমিনার