লোহাগাড়ায় নতুন ইউএনওর যোগদান

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৯ অক্টোবর, ২০২০ at ১০:৫১ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় নতুন ইউএনও হিসাবে যোগদান করেছেন মোহাম্মদ আহসান হাবিব জিতু। গতকাল বৃহস্পতিবার তিনি আনুষ্ঠানিকভাবে নতুন কর্মস্থলে যোগদান করেন। জানা যায়, নতুন ইউএনও মোহাম্মদ আহসান হাবিব জিতু এর আগে প্রধানমন্ত্রী কার্যালয়ের আওতাধীন ডেপুটি ম্যানেজার ও রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলাতে ইউএনও হিসেবে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিভাগের ছাত্র হিসেবে সর্বোচ্চ ডিগ্রী অর্জন করেন। ৩১তম বিসিএসে প্রশাসন ক্যাডার হিসেবে যোগদান করেন।

পূর্ববর্তী নিবন্ধমহানগর সার্বজনীন বৌদ্ধ বিহারে কঠিন চীবরদান কাল
পরবর্তী নিবন্ধকোতোয়ালী থানায় পূজা আঞ্চলিক কমিটিসমূহের বৈঠক