লোহাগাড়ায় নকল করায় মোহাম্মদ আবদুল্লাহ আল জাওয়াদ নামে এক দাখিল পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। সে চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার ছাত্র। বুধবার (৩ মে) আমিরাবাদ সুফিয়া আলিয়া মাদ্রাসা কেন্দ্র থেকে তাকে বহিস্কার করা হয়।
কেন্দ্র সূত্র জানায়, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে চলমান দাখিল পরীক্ষায় আরবী ২য় পত্র বিষয়ে পরীক্ষা চলছিল। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহান কেন্দ্র পরিদর্শনে গিয়ে পরীক্ষায় অসদুপায় অবলম্বনকালে ওই পরীক্ষার্থীকে হাতেনাতে ধরে ফেলে। পরে কেন্দ্র সচিবের নিকট সোপর্দ করলে তাকে এ বছরের জন্য বহিস্কার করা হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম জানান, অসদুপায় অবলম্বনের দায়ে বহিস্কৃত পরীক্ষার্থী এ বছর আর কোন বিষয়ে পরীক্ষায় অংশ নিতে পারবে না।






