লোহাগাড়ায় ধানক্ষেতের জালে আটকা ১০ ফুটের অজগর, বনে অবমুক্ত

লোহাগাড়া প্রতিনিধি | বুধবার , ২০ আগস্ট, ২০২৫ at ১০:৪৯ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় ধানক্ষেতের জালে আটকা পড়া একটি অজগর উদ্ধার করেছে বনবিভাগ। গতকাল মঙ্গলবার সকালে নিরাপদ স্থানে অজগরটি অবমুক্ত করা হয়েছে।

বনবিভাগ সূত্রে জানা যায়, গত সোমবার সন্ধ্যায় উপজেলার চুনতি ইউনিয়নের পানত্রিশা এলাকায় ধানক্ষেতের চারপাশে দেয়া জালে আটকা পড়ে একটি অজগর। পরে স্থানীয় কৃষকরা দেখতে পেয়ে বনবিভাগকে খবর দেন। বনবিভাগের একটি টিম ও স্থানীয় ইউপি সদস্যকে সাথে নিয়ে ঘটনাস্থল থেকে জালে আটকা পড়া অজগরটি উদ্ধার করা হয়।

চট্টগ্রাম দক্ষিণ পদুয়া রেঞ্জের আওতাধীন ডলু বনবিটের বিট কর্মকর্তা রাকিব হোসাইন জানান, উদ্ধারকৃত অজগরটির ওজন প্রায় ২০ কেজি। লম্বায় প্রায় ১০ ফুট। উদ্ধারের পর অজগরটি পর্যবেক্ষণে রাখা হয়। পরে সুস্থ থাকায় সংরক্ষিত বনের নিরাপদ স্থানে অজগরটি অবমুক্ত করা হয়েছে। বার্মিজ প্রজাতির এই অজগর সাধারণত মানুষের ক্ষতি করে না। তবে এটি একটি সংরক্ষিত বন্যপ্রাণী। প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় এই অজগরের গুরুত্ব অপরিসীম।

পূর্ববর্তী নিবন্ধসাগরে মৎস্য সম্পদের জরিপ চালাতে আসছে নরওয়ের গবেষণা জাহাজ
পরবর্তী নিবন্ধযুক্তরাজ্য থেকে আসছে তিন কার্গো এলএনজি