লোহাগাড়ার কলাউজানে দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়ে গেছে একটি মোটরসাইকেল। গতকাল সোমবার রাত সাড়ে ৭টায় ইউনিয়নের ৮নং ওয়ার্ডের লক্ষণের খিল বড়ুয়া পাড়ায় এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্তের নাম মো. এমরান। তিনি একই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পূর্ব কলাউজান হরিণাবিল এলাকার বশির আহমদের পুত্র ও পেশায় একজন রাজমিস্ত্রি। স্থানীয় ইউপি সদস্য আইয়ুব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার কিছুক্ষণ আগে রাস্তায় মোটরসাইকেলটি রেখে অদূরে একটি বাড়ি নির্মাণ কাজ তদারকি করতে যান রাজমিস্ত্রি এমরান। এ সময় কে বা কারা মোটরসাইকেলে আগুন লাগিয়ে দেয়। মুহুর্তের মধ্যে আগুন পুরো মোটরসাইকেলে ছড়িয়ে পড়ে।