চট্টগ্রাম আদালতে মামলার হাজিরা দিতে যাওয়ার পথে লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন সাবেক এমপি আবদুর রহমান বদি। এ সময় তার পাজেরো গাড়ির সাথে কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় কেউ হতাহত না হলেও সাবেক সাংসদের গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম-কঙবাজার মহাসড়কের চট্টগ্রাম পল্লীবিদ্যুৎ সমিতি লোহাগাড়া জোনাল অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
বদির গাড়ি চালক মো. নন্না মিয়া বলেন, আবদুর রহমান বদিকে নিয়ে মামলার হাজিরা দিতে কঙবাজার থেকে চট্টগ্রাম শহরে যাচ্ছিলাম। ঘটনাস্থলে বিপরীতমুখী একটি বিস্কুট কোম্পানির কাভার্ডভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ফলে পাজেরো গাড়ির সম্মুখভাগ দুমড়ে মুচড়ে যায়। পরে বদি অন্য একটি গাড়ি নিয়ে চট্টগ্রাম শহরে চলে যান। দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াছিন আরফাত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কাভার্ডভ্যানটি বর্তমানে থানা হেফাজতে রয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।