লোহাগাড়ায় দুই স্বর্ণের দোকানে জরিমানা

লোহাগাড়া প্রতিনিধি | মঙ্গলবার , ২৩ নভেম্বর, ২০২১ at ১০:৫৮ পূর্বাহ্ণ

লোহাগাড়া দরবেশহাট রোডে দুই স্বর্ণের দোকানে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা। সাথে ছিলেন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) পরিদর্শক মো. জিল্লুর রহমান, থানার এসআই ভক্ত চন্দ্র দত্ত ও উপজেলা ভূমি অফিসের সমির চৌধুরী। অভিযানে বিএসটিআই অনুমোদিত স্বর্ণ পরিমাপের যন্ত্র (নিক্তি) ব্যবহার না করায় ও লাইলেন্স নবায়ন না করায় বৈশাখী জুয়েলার্সকে ৪ হাজার ও জননী জুয়েলার্সকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা জানান, সরকারি নিয়ম মোতাবেক স্বর্ণের দোকান পরিচালনা না করায় দুইজনকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। স্থানীয় জুয়েলারী সমিতির সভাপতির মাধ্যমে সবাইকে সরকারি নির্দেশনা মেনে চলার নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া দুই ফিলিং স্টেশনেও বিএসটিআই মানদন্ডে সঠিক ওজনে তেল বিক্রি হচ্ছে কিনা পরীক্ষা করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধআবু তাহের মেমোরিয়াল ফাউন্ডেশনের শিক্ষাসামগ্রী বিতরণ
পরবর্তী নিবন্ধমৌলবাদী কেউ যাতে নেতৃত্বে না আসেন